loader
Top-header/

চিকিৎসকদের নিয়ে লিডারশীপ এক্সেলেন্সী কর্মশালা

19 Sep 2022



১৭ সেপ্টেম্বর, ২০২২ রাজধানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবে দিনব্যাপী চিকিৎসকদের নিয়ে দেশে সর্বপ্রথম বারের মতো লিডারশীপ এক্সেলেন্সি  শীর্ষক কার্যকর কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স (বিএফডিএস), বাংলাদেশ ডক্টরস্ ফাউন্ডেশন  (বিডিএফ) ও লিডারস ফোরাম বিডি (এলএফবি)।



শুরুতে ডা: সাজেদুল আসিফের সাবলীল উপস্হাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিডিএফ এর মহাসচিব তাজিন আফরোজ শাহ, বিএফডিএস এর সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ এবং খন্দকার কবির, ফাউন্ডার & প্রেসিডেন্ট, লিডারস ফোরাম বিডি। 


জনাব এজাজুর রহমানের অসাধারণ বক্তৃতায় উপস্হিত বিএফডিএস এর আহ্বায়ক  রকিবুল হোসেন রুমী, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এম পারভেজ রহিম, বিএসএমএমইউ এর শিশু দন্ত বিভাগের প্রতিষ্ঠাতা জেবু উন নেছা, স্বাস্হ্য শিক্ষা অধিদপ্তরের লাইন পরিচালক (এমই এন্ড এইচএমডি) মোশাররফ হোসেন খন্দকার,পাইওনিয়ার ডেন্টাল কলেজের অধ্যক্ষ রাকিবা সুলতানা, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ লাবুদা সুলতানা, মার্কস ডেন্টাল ইউনিট প্রধান আজিজুল হক , সোহরোয়ার্দী ডেন্টাল উইনিট প্রধান এএফএম শহীদুর রহমান, জিডিএফ এর সভাপতি পরিমল চন্দ্র মল্লিক, বিসিপিএস এর ডেন্টাল অনুষদের সদস্য সচিব আনোয়ার সাদাদ,  বিডিএফ এর সভাপতি শাহেদ রাফি পাভেল সহসভাপতি জয়নাল আবেদিন টিটো ও উপদেষ্টা বিডিফ & ভাইস প্রেসিডেন্ট, লিডারস ফোরাম বিডি হালিদা হানুম আখতার ,ডিরেক্টর  লিডারস ফোরাম বিডি, তামান্না রাব্বানি,  কাজী মুশতাক হোসেন,  আব্দুল হানিফ , আজম খান, শামস জামান বাবু, মামুনুর রশীদ, শামীম সুলতানা রুমা, সাইফুল ইসলাম, নিতিষ কৃষ্ দাস, নাছিমা খান, সামসুন নাহার, ফজলে রাব্বী, সফিউর রহমান পরাগ,  ইসরাত জেরিন, সৈয়দ মো: মোসহাব আলী, সাইফুল্লাহ সারোয়ার, নাফিসা নাহার, মাহবুবুর রহমান, মাহমুদুর নবীন, সানজিদা ইয়াসমিন, তৌকির হাসান সহ শতাধিক চিকিৎসক মুগ্ধ হয়। ব্যাতিক্রম ধর্মী এ আয়োজন সর্বজন কতৃক প্রশংসিত হয়।

Latest Blogs

অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কী?

যদি কারও শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ হয় এবং সেই রোগ নিরাময়ে কেউ যদি চিকিৎসকের পরামর্শমত সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত...

Professional Certification Courses on Health Sector Management

Professional certification courses on health sector management are arranged by Bangladesh Doctors' Foundation in collaboration...