loader
Top-header/

আরটিভি সাংবাদিক রোবায়েত ফেরদৌস তার বক্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন

21 Jul 2020

আরটিভি সাংবাদিক রোবায়েত ফেরদৌস তার বক্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন। এর আগে লাইভেও তিনি একবার ক্ষমাপ্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, লাইভ টকশোতে চিকিৎসকদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে সম্মানিত চেয়ারম্যান ডাঃ Shahed Pavel স্যার উনাকে লীগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন।

চিকিৎসক সমাজের উপর দীর্ঘদিনের চলমান অন্যায়ের বিরুদ্ধে এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে।

চিকিৎসক সমাজকে কেউ অন্যায়ভাবে নিপীড়ন করলে সেটা শারিরীক হোক আর মানসিক, কাউকে ছাড় দেয়া হবেনা ইনশাআল্লাহ।

টিম বিডিএফ।

Latest Blogs

Professional Certification Courses on Health Sector Management

Professional certification courses on health sector management are arranged by Bangladesh Doctors' Foundation in collaboration...

চিকিৎসকদের নিয়ে লিডারশীপ এক্সেলেন্সী কর্মশালা

১৭ সেপ্টেম্বর, ২০২২ রাজধানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবে দিনব্যাপী চিকিৎসকদের নিয়ে দেশে সর্বপ্রথম বারের মতো লিডারশীপ এক্সেলেন্সি...